জামিনে এসেই মামলার বাদীকে হত্যার হুমকি

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৪, ১৯:০৬

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস

ঢাকার ধামরাইয়ে স্বামী-স্ত্রীকে ঘরে আটকে রেখে হত্যাচেষ্টা মামলার আসামিরা জামিনে এসে বাদীকে হত্যার হুমকি দিচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার ভুক্তভোগীদেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মামলার বাদী মো. কিতাব আলী।
জানা গেছে, ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে গত ১৪ জানুয়ারি জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই দিন ভুক্তভোগী আহম্মদ আলীর ছোট ভাই মো. কিতাব আলী ছানোয়ার ও আনোয়ারসহ ১০ জনের নামে থানায় মামলা করেন।
এরপর ১৫ জানুয়ারি আদালত থেকে আসামিরা জামিন নেন। জামিনে বের হয়ে এসে আসামিরা বাদী ও বাদীর পরিবারকে হত্যার হুমকি দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, এ বিষয়ে বাদী কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/ ইএইচ)