পঞ্চগড়ে ঘন কুয়াশায় কনকনে শীত অব্যাহত

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২৪, ১২:১৩ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৪, ১২:২৭

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকা টাইমস

পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা আবারও বেড়েছে। তবে হিমশীতল বাতাস আর ঘন কুয়াশায় কনকনে শীত অব্যাহত রয়েছে। শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ২ ডিগ্রি।

এদিকে শনিবারও সকাল ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। তবে গত দুদিন ধরে দুপুরের দিকে রোদের দেখা মিললেও তাপ ছড়ানোর আগেই সূর্য আবারও ঘন কুয়াশা আর মেঘের আড়ালে ঢেকে যায়। দিনভর হিমশীতল বাতাসের কারণে হাড় কাঁপানো শীতে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। বেশি দুর্ভোগে পড়েছেন রিকশা ভ্যানচালকসহ শ্রমজীবী মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তাপমাত্রা অল্প বৃদ্ধি পেলেও মেঘাচ্ছন্ন আকাশ আর ঘন কুয়াশা রয়েছে। বাতাসের কারণেই কনকনে শীত অনুভূত হচ্ছে। শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি। দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ২ ডিগ্রি।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)