মহেশখালী এলএনজি টার্মিনালে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, লোডশেডিং ৭০০ মেগাওয়াট

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২৪, ২৩:১৪ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৪, ২৩:১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

মহেশখালী এলএনজি টার্মিনালে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় লোডশেডিংয়ে পড়েছে সারাদেশকারিগরি ত্রুটির কারণে মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুতে এ বিঘ্ন ঘটে। এ কারণে শনিবার দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং হয়েছেলোডশেডিংয়ের পরিমাণ ৭০০ মেগাওয়াট

বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ জানিয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশে প্রায় ৭০০ মেগাওয়াট লোডশেডিং হয়েছে

এছাড়া বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে জানায়, মহেশখালীর এলএনজি টার্মিনালের ফ্লোটিং স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিটে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছেএ কারণে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কিছুটা কম হচ্ছে

অতি দ্রুত এই সমস্যা সমাধানে কাজ চলছে জানিয়ে মন্ত্রণালয় থেকে বলা হয়, এই পরিস্থিতিতে দেশের কিছু কিছু এলাকায় খুবই স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ বিভ্রাট হতে পারে

পাওয়ার গ্রিড কোম্পানির তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে দেশে বিদ্যুতের চাহিদা ছিল ৯ হাজার ৬৪০ মেগাওয়াটএর বিপরীতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ৮ হাজার ৯১৬ মেগাওয়াট

এদিকে পেট্রোবাংলা কর্মকর্তারা জানান, ফ্লোটিং স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিট থেকে আবার গ্যাস সরবরাহ শুরু হয়েছেতবে এখনো পূর্ণ মাত্রায় সরবরাহ শুরু হয়নি

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এসআইএস)