সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় এরিস্টোফার্মার কর্মকর্তা নিহত

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২৪, ১৫:৪১ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪, ১৫:৫৩

সাতক্ষীরা প্রতিনিধ, ঢাকা টাইমস
নিহত রিপন উদ্দীন (ছবি-সংগৃহীত)।

সাতক্ষীরায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এরিস্টোফার্মা লিমিটেডের এরিয়া ম্যানেজারের রিপন উদ্দীনের মৃত্যু হয়েছে। 

রবিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা শহরের আলীপুর চেকপোস্ট এলাকায় দুর্ঘটনা ঘটে। 

নিহত রিপন উদ্দীন যশোর জেলার চৌগাছা এলাকার পাতিবিলা এলাকার নুর হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এরিস্টোফার্মা লিমিটেডের সাতক্ষীরা জোনের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সকাল ৮টার দিকে রিপন উদ্দীন মোটরসাইকেল যোগে সাতক্ষীরা থেকে দেবহাটার দিকে যাওয়ার সময় আলীপুর চেকপোস্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংষর্ঘ হয়। এতে গুরুতর আহত হন রিপন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করে। সেখান থেকে খুলনা নিয়ে যাওয়ার সময় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। 

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম রিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/প্রতিনিধি/পিএস)