শাহজাহানপুরে উচ্ছেদ অভিযানে পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২৪, ১৭:২৯ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪, ১৭:৪৬

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান পরিচালনার সময় স্থানীয়দের সঙ্গে সংর্ঘষে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেনরবিবার দুপুরে রাজধানীর শাহজাহানপুর শাপলা মসজিদের পাশে গরুর হাট এলাকায় ঘটনা ঘটে

গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবলের নাম মেহেদী হাসান (২৪) তার বাম পায়ে সটগানের গুলি লাগে আহত অবস্থায় তাকে প্রথমে রাজারবাগ হাসপাতাল নেওয়া হয় সেখান থেকে বিকাল পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় তিনি পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব বিভাগে কর্মরত

মেহেদী হাসানের সহকর্মী মো. সজিব হোসেন বলেন, ‘আমরা দক্ষিণ সিটি করপোরেশনের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে গিয়েছিলাম সেখানকার স্থানীয় লোকজন আমাদেরকে ঘিরে ফেলে আমাদের উপর হামলা চালায়, ইটপাটকেল নিক্ষেপ করেন পরে ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশে সাউন্ড গ্রেড, রাবার বুলেটে, সটগানের গুলি ছোড়া হয় সে সময়ে মেহেদী হাসান আহত হয়

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া তিনি বলেন, মেহেদী হাসান জরুরি বিভাগে চিকিৎসাধীন। 

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/টিআই/কেএম)