ডোম-ইনো এমডি আব্দুস সালাম গ্রেপ্তার

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২৪, ২১:২২ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪, ২২:৪২

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

ডোম-ইনো গ্রুপের এমডি আব্দুস সালামকে বনানী থানা পুলিশ গ্রেপ্তার করেছে আদালতে করা ভুয়া সিল জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়রবিবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় বনানী চেয়ারম্যানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুপুর ২টায় কোর্টে পাঠানো হয়েছে। ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক

 

ওসি জানান, ভুয়া সিল তৈরি করে জালিয়াতির মাধ্যমে নকশা অনুমোদনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. আলী আকবরের করা বনানী থানার মামলায় স্থপতি আবদুস সালামসহ পাঁচজনকে আসামি করা হয়। গেল বছর ২৫ নভেম্বর আগাম জামিন চাইলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ওয়ারেন্ট জারি করেন। মামলায় অন্য আসামিরা হলেন রাজউকের সাবেক অথরাইজড অফিসার বর্তমানে  জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সামছুর রহমান, রাজউকের সাবেক অথরাইজড অফিসার মো. শফিকুল ইসলাম, প্রধান ইমারত পরিদর্শক মুছলেম উদ্দিন ডাটা এন্ট্রি অপারেটর কাজী অমিত হাসান

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এএম/কেএম)