চীনের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:২৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

কিরগিজস্থানের সীমান্তে চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কর্তৃপক্ষ বলছে, এতে ছয়জন আহত হয়েছে এবং ১২০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

চীনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের বরাত দিয়ে এপি নিউজ ৭.১ মাত্রার কথা বললেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে নিউউয়কং টাইমস বলছে ৭ মাত্রার কথা। 

এপি নিউজে বলা হয়েছে, মঙ্গলবার বেলা ২টার পর মান্দারিনের উচতুর্পান কাউন্টিতে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি অনুসারে প্রায় ২০০ জন উদ্ধারকারীকে কেন্দ্রস্থলে পাঠানো হয়েছে। খবর এপি নিউজের।

জিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার তার অফিসিয়াল ওয়েইব পেজে পোস্ট করে বলেছে যে দুজন গুরুতর আহত এবং চারজন সামান্য আঘাত পেয়েছেন। এ ছাড়া ৪৭টি বাড়ি ধসে, ৭৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু কৃষিভবন ধসে পড়েছে।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা অনুসারে মঙ্গলবার কিরগিজস্তানের সীমান্তের কাছে পশ্চিম চীনে ৭ মাত্রার বড় ভূমিকম্প আঘাত হেনেছে।

এজেন্সি থেকে পাওয়া তথ্যে দেখা যায়, চীনের সময় দুপুর ২টা ৯ মিনিটে ভূমিকম্পটি ঘটে।


(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এফএ)