পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ১ রেকর্ড

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৪, ১০:০৬

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকা টাইমস

পঞ্চগড়ে আবারও মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। মঙ্গলবার ভোর থেকে ঘনকুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে জবুথবু হয়ে পড়েছে জনজীবন। 

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, মঙ্গলবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ৭ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি। গত ৩ জানুয়ারি চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ রেকর্ড করা হয়েছিল।।

এর আগে ৩ জানুয়ারি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ রেকর্ড করেছিল তেঁতুলিয়া আবহাওয়া অফিস। কয়েকদিন ধরে রাতভর ঘনকুয়াশা থাকলেও সকালের দিকে কুয়াশা কমে আসে। সারাদিন হালকা কুয়াশার সঙ্গে মেঘাচ্ছন্ন থাকে চারদিক। তবে মঙ্গলবার সকাল ১০টার দিকে সূর্যের মুখ দেখা গেছে। কুয়াশার সঙ্গে রোদ থাকলেও বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হয়। হাড় কাঁপানো শীতে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)