ভোট চাইতে গিয়ে যে প্রতিশ্রুতি দিচ্ছেন নওয়াজ শরিফ

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৪, ১৫:২৬ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪, ১৬:০৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানের জাতীয় নির্বাচন। ইতোমধ্যেই  নির্বাচনি প্রচার শুরু করেছে দেশটির রাজনৈতিক দলগুলো। নির্বাচনি প্রচার শুরু করে দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও। ভোট চাইতে গিয়ে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। মূলত দেশের অর্থনীতিকে আবার চাঙ্গা করার কথা বলে ভোট চাইছেন নওয়াজ।

সোমবার একটি জনসভায় নওয়াজ বলেছেন, পাকিস্তানকে উন্নয়নের পথে নিয়ে যেতে গেলে অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে। শরিফের দাবি, তিনিই এই কাজ সুচারুভাবে করতে পারেন।

নওয়াজ শরিফ বলেছেন, ২০১৩ সালের পর আপনাদের সামনে আসতে পেরে আমার ভালো লাগছে। কিন্তু যখন দেশের আর্থিক অবস্থা দেখছি, তখনই আমার এই আনন্দ চলে যাচ্ছে। দেশ একটা আর্থিক সংকটের মধ্য়ে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসাটা বড় চ্যালেঞ্জ।

নওয়াজের দাবি, যদি পাকিস্তান সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ তার বিরুদ্ধে রায় না দিত, তাহলে দেশের এই অবস্থা হতো না। আমি এই পরিস্থিতি থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে পারব। আমি ক্ষমতা ছাড়ার পর থেকে দেশের অর্থনীতি নিয়ন্ত্রণহীন জায়গায় পৌঁছে গেছে।

নওয়াজ জানিয়েছেন, আমি এখানে নির্বাচনে লড়তে এসেছি। আপনাদের ভোট ভিক্ষা করতে এসেছি। দেশের সমৃদ্ধি চাইলে আমাকে ভোট দিন।

ইমরানের নাম না করে দেশের অর্থনীতির বেহাল অবস্থার জন্য সাবেক ক্রিকেটার প্রধানমন্ত্রীকেই দায়ী করেছেন নওয়াজ। তিনি বলেছেন, আমি যখন জেলে ও লন্ডনে ছিলাম, তখন দেশকে লুট করা হয়েছে।

নওয়াজ বলেছেন, তিনি ক্ষমতায় এলে দেশের কোনো তরুণ বেকার থাকবেন না। সকলে কম দামে বিদ্যুৎ, জল, গ্যাস ও সবজি পাবেন।

সূত্র: ডন, ডয়চে ভেলে  

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এমআর)