চুয়াডাঙ্গায় অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে জরিমানা
প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২৪, ১৫:২০
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধভাবে ভৈরব নদীর মাটি উত্তোলন ও বিক্রির অপরাধে দুই জনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা গ্রামে কাবুলের চর এলাকায় অবৈধভাবে ভৈরব নদীর মাটি উত্তোলন করে বিভিন্ন ইটের ভাটায় বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।
এ সময় বাবলু রহমানকে ৫০ হাজার টাকা ও ইটভাটার মালিক জসিম উদ্দিনকে ৫০ হাজার টাকাসহ মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সময় মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক্টরটিও জব্দ করা হয়।
কৃষিজমি রক্ষা করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/প্রতিনিধি/পিএস)