বিসিক চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিকের যোগদান

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৪, ১৫:৫৮ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪, ১৬:০২

ঢাকাটাইমস ডেস্ক

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন সঞ্জয় কুমার ভৌমিক।
তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার জেঠাগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.সি (এজি) সম্মান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রোফরেস্ট্রি এন্ড এনভাইরনমেন্টের ওপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 
বিসিক চেয়ারম্যান ১৯৯৪ সালে (১৩ তম) বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। 
তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, জেলা ম্যাজিস্ট্রেট, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মাঠ পর্যায়ে বিভিন্ন কাজে নিজেকে জনগণের সেবায় নিয়োজিত করেছেন।
পরবর্তীতে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে পদায়ন হওয়ায় তিনি উক্ত মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে যোগদান করেন। এর আগে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর অতিরিক্ত সচিব পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে দায়িত্ব পালনসহ বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম এর পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/ ইএইচ)