শরিয়াহ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক এবং গ্রিন লাইফ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৪, ২২:৪৭

ঢাকা টাইমস ডেস্ক

শরিয়াহ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক এবং গ্রিন লাইফ হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ব্যাংকের সকল ডেবিট ও ইনভেস্টমেন্ট (ক্রেডিট) কার্ডহোল্ডারগণ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও তাদের পরিবারবর্গ দেশের স্বনামধন্য গ্রিন লাইফ হাসপাতালে সকল স্বাস্থ্য পরীক্ষা এবং কেবিন ও শয্যাভাড়ায় বিশেষ মূল্যছাড় পাবেন। গত ২৪ জানুয়ারি ঢাকায় গ্রিন লাইফ হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান এবং গ্রিন লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মইনুল আহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান; ইভিপি ও সিএফও মো. আলী রেজা এফসিএমএ, সিআইপিএ; ইভিপি ও হেড অব এলএমডি মো. ফরহাদ হোসেন এবং গ্রিন লাইফ হাসপাতালের এজিএম মো. সোরহাব আলী; ম্যানেজার এমএস নুরুন নাহার ও অ্যাসিস্টেন্ট ম্যানেজার মো. ইকরাম হোসেন উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এআর)