যাত্রাবাড়ীতে পুলিশ বহনকারী ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২৪, ১০:৪৬ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪, ১২:৫৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকায় পুলিশ বহনকারী ট্রাকের ধাক্কায় মো. রোমান (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোছা. মরিয়ম নামে আরও একজন আহত হয়েছেন।  

তারা দুজনেই একটি কাটুন প্যাকেজিং কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন।
 
বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া দশটার দিকে কারখানায় কাজ শেষে দুজন বাসায় ফিরছিলেন। পথে ভাঙ্গা প্রেস এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় তারা। সেখানে উপস্থিত দুজন জন যুবক তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত ১ টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন। আর মরিয়মকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাসায় নিয়ে যাওয়া হয়।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (মিজান) বলেন, যাত্রবাড়ি আউটগোয়িং পথ দিয়ে পুলিশ বহনকারী ট্রাক যাওয়ার সময়ে তারা দুজন হঠাৎ করে সামনে পড়ে গেলে গাড়িটির সঙ্গে তাদের ধাক্কা লেগে। পরে তাদের হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোমানের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহত রোমান ভোলা সদর উপজেলার চড় ছোটজলি গ্রামের সেলিম মিয়া কামরুন্নাহার এর ছেলে। বর্তমানে মাতুয়াইল নিমতলা এলাকায় ভাড়াবাসায় থাকতেন তিনি।


(ঢাকা টাইমস/২৬জানুয়ারি/এসএম)