ডামুড্যার ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২৪, ১৩:০৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

শরীয়তপুরের ডামুড্যায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার রাত আড়াইটায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় র‌্যাব-২ এবং র‌্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে ইব্রাহীম মোল্লা (২৬) নামে ওই আসামিকে গ্রেপ্তার করে।

শুক্রবার র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মামলার এজাহারের বরাত দিয়ে র‌্যাব জানিয়েছে, ২০১৯ সালের ১৮ এপ্রিল বিকাল ৫টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হন ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের ভূঁইয়া বাজার এলাকার ৫৫ বছর বয়সী এক নারী। নিখোঁজের তিনদিন পর ২১ এপ্রিল তার বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরের পূর্ব ডামুড্যা ইউনিয়নের বড় নওগাঁ এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে হাত ভাঙা ও মাথায় আঘাতের ক্ষত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের ছোট ভাই লাল মিয়া সরদার বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর আসামিদের মধ্যে নিজাম বালী, ওমর ফারুক ও মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে আইনশৃংখলা বাহিনী। 

এ মামলায় তদন্ত শেষে ইব্রাহীম মোল্লাসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা। আদালত বিচারকাজ শেষে আসামিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার রায় দেন। এর পর থেকে আসামি ইব্রাহীম মোল্লা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। 

র‌্যাব-২ ও র‌্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাত ২টা ৩০ মিনিটে নেত্রকোনার কেন্দুয়া এলাকা থেকে ইব্রাহীমকে গ্রেপ্তার করে। আসামিকে শরীয়তপুর জেলার ডামুড্যা থানায় হস্তান্তর করা হয়েছে।


(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এফএ)