মেহেন্দিগঞ্জে মসজিদ ও মাদরাসা  রক্ষায় বাঁধ নির্মাণের দাবি

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২৪, ২৩:৫২ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪, ২৩:৫৪

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম চললতা খেয়াঘাট জামে মসজিদ এবং সতুলহেরা কেরাতুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোডিং প্রতিষ্ঠান দুটি এলাকাবাসীর উদ্যোগে দীর্ঘদিন যাবত পরিচালনা করা হচ্ছিল। বর্তমানে প্রতিষ্ঠান দুটি নদী ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হওয়ার পথে।

শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদের মুসল্লী, মাদরাসা পরিচালনা কমিটি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিষ্ঠান দুটিকে ভাঙনের হাত থেকে রক্ষায় বাঁধ নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন।

তারা জানান, এলাকাবাসীর উদ্যোগে দেড় যুগ আগে মসজিদ ও মাদরাসা গড়ে তোলা হয়। এ মাদরাসা থেকে প্রতিবছর পাঁচজন করে হাফেজ হন। প্রতিষ্ঠান দুটি স্থানীয়দের কাছে খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ সময় মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. তাজু সরদার ও মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি সাইদুল ইসলাম দেওয়ানসহ  মাদরাসার শিক্ষার্থী ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/প্রতিনিধি/পিএস)