পদ্মশ্রী পাচ্ছেন ‘বড়লোকের বিটি লো’ গানের স্রষ্টা রতন কাহার

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৪, ১১:২৫ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪, ১২:১২

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস

‘বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল’- দুই বাংলাতেই বহুল পরিচিত এই গান। যেটির রচয়িতা বীরভূমের রতন কাহার। সেই গানটির জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হতে চলেছেন ৮৮ বছর বয়সী এই সংগীতশিল্পী।

গত বৃহস্পতিবার বিকালে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী পুরস্কার পাওয়ার বিষয়টি রতন কাহারকে জানানো হয়। তিনি সাংবাদিকদের জানান, ‘আমি খুব আনন্দিত ও গর্বিত। ’

রতন কাহার আরও জানান, পদ্মশ্রী পদক পাওয়ার আগে তিনি সাধারণ মানুষ ছাড়া সেইভাবে কারও সম্মান পাননি।

১৯৭২ সালে ‘বড়লোকের বিটি লো’ শিরোনামের গানটি লিখেছিলেন রতন কাহার। গানটি সর্বপ্রথম গেয়েছিলেন কণ্ঠশিল্পী স্বপ্না চৌধুরী। সেই গানই রতন কাহারকে এনে দিল পদ্মশ্রী।

চলতি বছর ভারত সরকার মোট ১১০ জনকে বেছে নিয়েছে এই পুরস্কারের জন্য। তাদের মধ্যে জায়গা পেয়েছেন বীরভূমের ভাদু লোক সংগীতশিল্পী রতন কাহার। এ খবরে লাল মাটির জেলা বীরভূমের বাসিন্দাদের মধ্যে আনন্দের সীমা নেই।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এজে)