নিজ ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই ছেলেসহ আটক ৪
প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৪, ১৬:৩৪ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪, ১৬:৩৮
মানিকগঞ্জের সিঙ্গাইরে নিজ ঘর থেকে সাফিয়া আক্তার লক্ষ্মী (৫৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাতে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর মোল্লাপাড়া গ্রামে বৃদ্ধার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত দরবেশ মোল্লার স্ত্রী।
এ ঘটনায় নিহতের দুই ছেলে তরিকুল ইসলাম সোনামিয়া (৩০) ও রতন মিয়া (৩৫) এবং ওই গ্রামের বিল্লাল মোল্লা (৬০) ও ছায়েদ মোল্লাসহ (৫৫) চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন সাফিয়া আক্তার। কিছুক্ষণ পর তার ছোট ছেলে ঘরের তালা খুলে ঘরের মধ্যে মায়ের রক্তমাখা লাশ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সিঙ্গাইর থানা পুলিশ।
স্থানীয়দের মতে, নিহতের বড় ছেলে রতন মিয়া মানসিক ভারসাম্যহীন। মাঝে মধ্যেই মাকে মারধর করতো। ফলে সবাই তাকে সন্দেহ করছেন।
এ বিষয়ে জানতে চাইলে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম বলেন, লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/প্রতিনিধি/পিএস)