তথ্য প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব তৌহিদ এলাহী

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৪, ১৬:৪৪ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪, ১৬:৫১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহী। বর্তমানে তিনি মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) দায়িত্ব পালন করছেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদ এলাহীকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

প্রতিমন্ত্রী যতদিন এই পদে থাকবেন অথবা তৌহিদ এলাহীকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তৌহিদ এলাহী বিসিএস প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা। সবশেষ তিনি গতবছরে এপ্রিলে মুন্সীগঞ্জের এডিসি (সার্বিক) হন। এর আগে তিনি স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিবের দায়িত্বে ছিলেন। কর্মজীবনে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। তৌহিদ এলাহীর গ্রামের বাড়ি জামালপুর জেলায়।

একসময় তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এসএস/ইএস)