অসুস্থ হয়ে হাসপাতালের সিসিইউতে কবীর সুমন

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৪, ১৮:২১

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী, কবি ও লেখক কবীর সুমন। সোমবার কলকাতার একটি সরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয়েছে তাকে।

চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েছেন কবীর সুমন। হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু হয়। এ শিল্পীর চিকিৎসায় মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে।

কবীর সুমন-ঘনিষ্ঠ কণ্ঠশিল্পী মনীষা দাশগুপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘কবীর সুমন শ্বাসকষ্ট নিয়ে সকালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। চিকিৎসাও শুরু হয়েছে। এই মুহূর্তে তার সঙ্গে দেখা করায় বিধিনিষেধ রয়েছে।’

এর আগেও একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবীর সুমন। তখনও তার শ্বাসকষ্ট ও গলায় ব্যথা হয়েছিল। শিল্পীকে মধ্যরাতে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছিল।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এলএম/এজে)