কর্মস্থল যাওয়ার পথে বড়পুকুরিয়া কয়লা খনির ডিজিএম সড়ক দুর্ঘটনায় নিহত

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৪, ২০:২৫ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪, ২০:৫৯

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী জোবায়ের আলী (৫৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

তিনি দিনাজপুর বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ইলেক্ট্রনিক মেকানিক্যাল বিভাগে কর্মরত ছিলেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রংপুর থেকে মোটরসাইকেলযোগে কয়লা খনিতে যাওয়ার পথে বদরগঞ্জ নাগের হাট ব্রিজের কাছে এ দুর্ঘটনায় তিনি নিহত হন।

নিহত জোবায়ের আলীর গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিরখাঁ গ্রামে। তিনি পরিবারসহ কয়লা খনির স্টাফ কোয়ার্টারে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, সকালে রংপুর থেকে মোটরসাইকেল যোগে দিনাজপুরের পার্বতীপুরে কর্মস্থল কয়লা খনিতে যাচ্ছিলেন জোবায়ের। পথে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার নাগের হাট ব্রিজের কাছে একটি বাইসাইকেল হঠাৎ বাম পাশ থেকে ডানপাশে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। এ সময় ব্রিজের পাশে পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লেগে ঘটনা স্থলেই মৃত্যু বরণ করেন জোবয়ের।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সাজিউল ইসলাম সাজু সহকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 
সহকর্মীর অস্বাভাবিক মৃত্যুতে কয়লা খনিতে শোকের ছায়া নেমে এসেছে।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এআর)