এশিয়াটিক সোসাইটি নির্বাচনে মূলধারা প্যানেলের জয়জয়কার

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৪, ২০:২৯

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস

এশিয়াটিক সোসাইটি বাংলাদেশের কাউন্সিল নির্বাচন ২০২৪-২৫ এ ‘মূলধারা প্যানেল’ এর ১৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ‘মুক্তবুদ্ধিচর্চার প্যানেল’ থেকে নির্বাচিত হয়েছেন চারজন।

মঙ্গলবার সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে ১৭টি পদের বিপরীতে দুটি প্যানেলের মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে সভাপতি পদে ‘মূলধারা প্যানেল’ থেকে সভাপতি পদে ড. হারুন অর রশিদ, সহ-সভাপতি পদে ড. হাফিজা খাতুন, ড. সাজাহান মিয়া ও ড. ইয়ারুল কবীর, কোষাধ্যক্ষ পদে ড. মোহাম্মদ আবদুল মজিদ, সাধারণ সম্পাদক পদে ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং সম্পাদক পদে ড. মো. আবদুর রহিম নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সদস্য পদে একই প্যানেল থেকে ড. মাহবুবা নাসরীন, মো. লুৎফর রহমান, ড. আশা ইসলাম নাঈম, ড. আবদুল বাছির, ড. নাজমা খান মজলিস এবং ড. সাব্বীর আহমেদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে ‘মুক্তবুদ্ধিচর্চার প্যানেল’ থেকে ড. এ কে এম গোলাম রাব্বানী, ড. সাদেকা হালিম, ড. মো. আব্দুল করিম এবং ড. শুচিতা শরমিন সদস্য নির্বাচিত হয়েছেন।

ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এসকে/ইএস