বৃহত্তম জুমার জামাত: সড়ক, ফুটপাত ও অলিগলিতে বসেছেন মুসল্লিরা

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৩ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩০

টঙ্গী-পূবাইল(গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার জামাত।

শুক্রবার অনুষ্ঠিত দেশের বৃহত্তম জামাতে শরিক হয়েছেন ইজতেমায় অংশ নেওয়া মুসল্লির পাশাপাশি গাজীপুরের আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা। কিন্তু তাদের অনেকে ইজতেমা ময়দানে জায়গা না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও কামারপাড়া-স্টেশন রোডসহ ফুটপাত ও বিভিন্ন অলিগলিতে বসে নামাজ আদায় করেছেন।

আজ দুপুর দেড়টায় দেশের সর্ববৃহৎ জুমার জামাতে ইমামতি করবেন কাকরাইলের মুরুব্বি মাওলানা জোবায়ের। ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

জামাতে অংশ নেওয়া অনেকে জানান, ভিড় হবে জেনে খুব সকালে ইজতেমা ময়দানে এসেছেন।  ময়দানে জায়গা না পাওয়া কয়েকজন জানান, ভেতরে জায়গা না পেয়ে কামারপাড়া সড়কে অবস্থান নিয়েছি। এখানে নামাজ পড়ব। লাখ লাখ মুসল্লির সঙ্গে নামাজ পড়তে পারাটা ভাগ্যের ব্যাপার।

এর আগে শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে প্রথম পর্বের ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এ পর্ব চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি ইজতেমার ২য় পর্ব শুরু হয়ে চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

(ঢাকা টাইমস/০২ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)