তার ছিঁড়ে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০৪ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

তার ছিঁড়ে যাওয়ায় রবিবার ২টা ৪০ মিনিট থেকে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। 

মেট্রোরেলে যাতায়াতকারী কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, শেওড়াপাড়া-কাজীপাড়ার মাঝামাঝিতে মেট্রোরেলের তার ছিঁড়ে যাওয়ায় চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে তুরাগতীরে তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমা আজ রবিবার শেষ হওয়ার পর মানুষ নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন।

এ সময় অনেকেই উত্তরা উত্তর মেট্রো স্টেশনে ভিড় জমান। যাত্রীর চাপে ওই স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়। পরে আবার গেট খুলে দেওয়া হয়।

(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/এসএস/এফএ)