বেশি দামে মাংস বিক্রি করলে ব্যবস্থা: র‍্যাব

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫১ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, “সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংস বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে।"

সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কমান্ডার মঈন বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ ও বেশি দামে পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে র‍্যাব। ইতোমধ্যে র‍্যাবের গোয়েন্দারা সাদা পোশাকে মাঠে কাজ করছে।”

তিনি বলেন, “র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। সকাল থেকে এখন পর্যন্ত অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংস বিক্রি করার অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে।” 

গতকাল থেকে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজদের বিরুদ্ধে চলা অভিযানের কথা উল্লেখ করে খন্দকার মঈন বলেন, “গতকাল পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর বিভিন্ন প্রবেশপথ থেকে অর্ধশত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে র‍্যাবের ধারাবাহিক অভিযান চলমান রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে র‍্যাব সব সময় মাঠে কাজ করে যাবে।”

(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/এসএস/এফএ)