ইজতেমা শেষে ফিরছেন ভারতীয় মুসল্লিরা

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৭ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৭

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকা টাইমস

টঙ্গীতে প্রথমপর্বের ইজতেমা শেষে ফিরছেন ভারতীয় মুসল্লিরা। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসের কার্যক্রম শেষ করে তারা ভারতের উদ্দেশে যাচ্ছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি (তদন্ত) শফিক আহমেদ জানান, ইজতেমা শেষে ভারতীয় মুসল্লিরা ভারতে ফিরে যাচ্ছেন। তাদের যাতে কোনো সমস্যা না হয় সে জন্য অতিরিক্ত ডেস্ক এবং অফিসার বাড়ানো হয়েছে। শান্তি-শৃঙ্খলার সঙ্গে তারা ফিরে যাচ্ছেন। 

এর আগে শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে শুরু হয় মাওলানা জোবায়ের অনুসারীর প্রথম পর্ব। আখেরি মোনাজাতে এ পর্বের ইজতেমা শেষ হয় রবিবার। এরপর আগামী শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে অংশ নেবেন মাওলানা সা’দ অনুসারীরা। 

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)