মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশে নিহত ২

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৪ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১১

বান্দরবান প্রতিনিধি, ঢাকা টাইমস

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন নারী এবং অন্যজন রোহিঙ্গা।

সোমবার দুপুরে তুমব্রু সীমান্তের জলপাইতলীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর ২টা ২০ মিনিটে বাদশা মিয়া নামে এক বাসিন্দার ঘরে একটি মর্টারশেল এসে পড়ে। এ সময় ঘটনাস্থলেই এক রোহিঙ্গা শ্রমিক নিহত হন। তার পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান বাদশা মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম। 
এদিকে, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে এ পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/কেএ/এসএ)