সাতক্ষীরায় চাঁদা না পেয়ে ঠিকাদারকে কুপিয়ে জখম

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৩

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস

সাতক্ষীরার শ্যামনগরে দাবি করা চাঁদা না দেওয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদার নাজমুল হাসানকে (৩২) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের লক্ষ্মীখালী গ্রামে বেড়িবাঁধের ওপর দুর্বৃত্তরা ঘটনা ঘটিয়েছে।

গুরুতর আহত ঠিকাদার নাজমুল হাসান (৩২) খুলনা জেলা সদরের টুথ পাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

পুলিশ স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রবিবার রাতে নিজ ঠিকাদারি কর্মস্থল থেকে মোটর সাইকেল যোগে বাড়িতে ফেরার সময় পথিমধ্যে দুর্বৃত্তরা নাজমুল হাসানের গতিরোধ করে তার কাছে চাঁদা দাবি করে। সময় তিনি চাঁদা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ঘটনায় শ্যামনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছ।

(ঢাকা টাইমস/০৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)