ঢাকা মেডিকেল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাসুদ, সম্পাদক সৈয়দ আমানত
প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৪ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৩

ঢাকা মেডিকেল রিপোর্টার্স ইউনিটির (ডিএমআরইউ) সভাপতি হয়েছেন কালের নিউজের সম্পাদক মাসুদ রানা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের সৈয়দ আমানত আলী।
সোমবার দুপুরে ঢাকা মেডিকেল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ১৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
অন্য নির্বাচিতরা হলেন- সহসভাপতি এন টিভির কাজী শফিউল ইসলাম (আল আমিন), যুগ্ম সাধারণ সম্পাদক এশিয়ান টিভির হাফেজ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংবাদের মোহাম্মদ আলী, কল্যাণ সম্পাদক ঢাকা নিউজের জহিরুল ইসলাম সানি, দপ্তর সম্পাদক কালের নিউজ২৪ ডটকমের জীবন মিয়া, অর্থ সম্পাদক দৈনিক আমার বার্তার জাহাঙ্গীর আলম শাহীন, নারী সম্পাদক দৈনিক ঢাকা টাইমসের আহম্মেদ মুন্নী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দৈনিক অগ্রসরের ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াসমিন আক্তার রোদেলা। কার্যকরী সদস্যরা হলেন- নয়া দিগন্তের শামীম হাওলাদার, আতিকুল ইসলাম, খন্দকার বেনজির আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, মুরাদ হোসেন, সিরাজাম মনিরা, নাজমুল হোসাইন সাগর ও সোনিয়া আক্তার কারিবা।
এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন। এই কমিটি ঘোষণা করেন ঢাকা জেলা প্রেসক্লাবের সভাপতি মো. শামীম হাওলাদার।
ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/এএম/ইএস