গাজীপুরে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা 

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৭

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মিরের বাজার এলাকায় গাজীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ গাজীপুর জেলা শাখার উদ্যোগে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা করা হয়।
মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।

এসময় মিরেরবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পচা বাসি খাবার বিক্রির অভিযোগে থ্রি স্টার রেস্টুরেন্ট কে ২৫ হাজার টাকা, ইত্যাদি কসমেটিকসকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে ফলের দোকান, মাংসের দোকান মালিকদের মূল্য তালিকা ও পরিমাণে সঠিক দেওয়ার জন্য সচেতন করা হয়। 

অভিযান শেষে শরিফুল ইসলাম বলেন, আমাদের এই অভিযান সব সময় অব্যাহত থাকবে।
(ঢাকা টাইমস/০৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)