ঢাকা টাইমসে সংবাদ প্রকাশের পর মুহুরী নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের উদ্যোগ

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৯ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪২

নিজস্ব প্রতিনিধি, ফেনী, ঢাকা টাইমস

ফেনীর পরশুরাম উপজেলায় মুহুরী নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। দ্রুততম সময়ের মধ্যে নদী থেকে ড্রেজার সরিয়ে না নিলে টাস্কফোর্স অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা।

মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনকালে এ সতর্কবার্তা দেন তিনি। এসময়  ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা ঢাকা টাইমসকে জানান, মঙ্গলবার ঢাকা টাইমস এ ‘ফেনীর মুহুরী নদীতে বালু লুটের মহোৎসব’ শিরোনামে প্রকাশিত তথ্যবহুল সচিত্র সংবাদটি তার নজরে এসেছে। এরপর দুপুরে তিনি পৌর শহরের খন্দকিয়া ও মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী এলাকায় মুহুরী নদী পরিদর্শনে যান। সেখানে নদীতে ড্রেজার বসানো থাকলেও বন্ধ দেখতে পান। তবে পরিদর্শনকালে বালু উত্তোলনে জড়িতদের কাউকে পাননি। পরে স্থানীয়দের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ড্রেজার সরিয়ে নিতে বালু খেকোদের নির্দেশ দিয়ে এসেছেন।

নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা আরও জানান, পৌর শহরের লাগোয়া একটি এলাকায় এভাবে বালু তোলা হলেও গত ৫ মাসে তিনি টেরই পাননি। বেড়িবাঁধের ওপর বালুবাহী ট্রাক চলাচল বন্ধে ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে বলা হয়েছে। এছাড়া বাউরখুমা এলাকায় ইজারা দেওয়া বালুমহাল পরিদর্শন করতে সার্ভেয়ার সাইফুল ইসলামকে পাঠানো হয়েছে। তিনি বালুমহাল ইজারাদার কর্তৃপক্ষকে চৌহদ্দি ঠিক করে দিয়ে এসেছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পরবর্তী সময়ে চৌহদ্দির সীমানা অতিক্রম করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)