স্টাডিনেটের অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো ৯ ফেব্রুয়ারি

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

অস্ট্রেলিয়ায় পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপোর আয়োজন করেছে স্টাডিনেট। ৯ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানের লেকশোর হাইটস হোটেলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ এক্সপো অনুষ্ঠিত হবে। এতে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা সম্পর্কে তথ্য তুলে ধরা হবে।

আয়োজকরা জানান, এ এডুকেশন এক্সপোতে ২০টিরও বেশি অস্টেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। প্রোগ্রাম, কোর্স, টিউশন ফিসহ সব ধরনের তথ্য জানতে পারবেন তারা। এক্সপোতে সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছ থেকে অফার লেটার পাওয়ার সুযোগের পাশাপাশি থাকছে ক্রেডিট ট্রান্সফারের সুবিধাও।

অস্ট্রেলিয়ার ক্যানবেরা, মেলবোর্ন, সিডনি, ব্রিসবেন, অ্যাডিলেড, পার্থ শহরে রয়েছে বিশ্বের প্রথম সারির বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান। ২০২৩ সালের কিউএস ওয়ার্ল্ড র্যাংকিংয়ে জায়গা করে নিয়েছে ইউনিভার্সিটি অব এডিলেড, ম্যাককুয়ারি ইউনিভার্সিটিসহ অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি ইউনিভার্সিটি।

উন্নত শিক্ষাব্যবস্থার জন্য অন্যান্য দেশের চেয়ে অস্ট্রেলিয়ায় খরচ বেশি হলেও এখানে বিদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের স্কলারশিপ। যে কারণে অস্ট্রেলিয়ায় অনেকেই পড়তে যেতে চান। দিন দিন এ সংখ্যা বাড়ছে। দেশটিতে একজন শিক্ষার্থী ৫০ হাজারেরও বেশি কোর্স থেকে পছন্দের বিষয় বেছে নিয়ে পড়ার সুযোগ পাচ্ছেন।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/ইএস)