মন্ত্রী হিসেবে পাপনের প্রথম সফর, ব্যানার-তোরণে সেজেছে ভৈরব

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৩ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৫

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস

যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনকে বরণ করতে প্রস্তুত হচ্ছে ভৈরববাসী। ইতোমধ্যে ব্যানার, তোরণ ও পোস্টারে ছেয়ে গেছে পুরো শহর। নতুন রূপে সাজানো হয়েছে শহরকে।

আগামীকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ভৈরব কেবি সরকারি পাইলট হাই স্কুল মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রীকে ভৈরববাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে।

ভৈরব নাগরিক সংবর্ধনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

উল্লেখ্য, নাজমুল হাসান পাপনের মন্ত্রিত্ব  লাভের মধ্য দিয়ে দীর্ঘ ২১ বছর পর ভৈরবের মানুষ আবারও মন্ত্রীত্বের স্বাদ গ্রহণ করেছেন। তাই ভৈরবের সন্তান নাজমুল হাসান পাপনকে বরণ করতে নাগরিক সমাজ বর্ণাঢ্য আয়োজন করেছে ।

নাগরিক সংবর্ধনার মাধ্যমে মন্ত্রীকে বরণ করে নিবেন ভৈরবের সর্বস্তরের মানুষ।

নাগরিক সংবর্ধনা শেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী ঐশী ও দেশ বরণ্যে শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নাগরিক কমিটির আহ্বায়ক মো. ইফতেখার হোসেন বেণু বলেন, ২১ বছর পর ভৈরববাসী মন্ত্রী পেয়ে গর্বিত। ভৈরবের উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা হয়েছে। সংবর্ধনার দিন মন্ত্রী মহোদয়ের কাছে কিছু উন্নয়নমূলক কাজের বিষয় উত্থাপন করা হবে। ইতোমধ্যে ভৈরব পৌরসভাসহ উপজেলার বিভিন্ন উন্নয়মূলক কাজের বরাদ্দ আসতে শুরু করেছে। আগামীকাল আমরা মন্ত্রীকে বরণ করে নিতে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছি।

উল্লেখ্য, নাজমুল হাসান পাপন প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও নারী নেত্রী শহীদ বেগম আইভি রহমানের একমাত্র সন্তান। তিনি ভৈরব-কুলিয়ারচর আসনের সংসদ সদস্য।

(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)