শনিবার জরুরি বৈঠক ডেকেছেন রওশন
প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪২ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১০
নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণার পর অনুসারীদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।
শনিবার সকালে গুলশানস্থ নিজ বাসভবনে তার ঘোষিত কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য, এমপি এবং সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বেগম রওশন এরশাদ।
জাপার (রওশন) মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় বলেন, পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ চলমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
গত ২৮ জানুয়ারি জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন। একইসঙ্গে তিনি জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদকে মহাসচিবের দায়িত্ব দেন। এছাড়াও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দায়িত্ব থেকে অব্যাহতির ঘোষণা দিয়ে বিভিন্ন সময় বহিষ্কৃত নেতাদের স্বপদে ফেরানোর ঘোষণা দেন।
(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/এসআইএস)