ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার-২০২৪ পেলেন যারা
প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৯
এবার ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার ২০২৪ পেয়েছেন রোকেয়া খাতুন রুবী (কিশোর গল্প) স. ম. শামসুল আলম (ছড়া) আশরাফুল আলম পিনটু (উপন্যাস) রজত (প্রচ্ছদ ও গ্রন্থচিত্রন) এবং অমর একুশে গ্রন্থমেলা ২০২৪-এ ছোটদের সময় প্রকাশনী থেকে প্রকাশিত তিনটি সেরা ছড়ার বইয়ের লেখককে পুরস্কৃত করা হয়েছে। তাদের মধ্যে শাহনাজ পারভীন ‘মন উড়ে যায় পাখির ডানায়’, দুলাল নজরুল ‘মন ছুটে যায়’ ও এরশাদ জাহান ‘রাতের নাকে চাঁদের ফুল’ বইয়ের জন্য এ পুরস্কারে মনোনীত হয়েছেন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর রাবেয়া রাবেয়া খাতুন ফাউন্ডেশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে ছিল নগদ অর্থ, ক্রেস্ট, উত্তরীয় ও সম্মানপত্র। -বিজ্ঞপ্তি
(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/কেএম)