চাঁদপুরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৪| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৭
অ- অ+

চাঁদপুরের ফরিদগঞ্জে সুমাইয়া আক্তার (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়ন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সুমাইয়া ওই ইউনিয়নের বিষোরবন্ধ গ্রামের সরদার বাড়ির স্বপন সরদারের মেয়ে।

স্থানীয়রা জানান, সুমাইয়া পরিবারের সঙ্গে শুক্রবার রাতে খাবার শেষ করে তার নিজ কক্ষে ঘুমানোর জন্য চলে যান এবং পরিবারের অন্য সদস্যরা যে যার মতো রাতে ঘুমিয়ে পড়েন। শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে তার বাবা স্বপন নাস্তার জন্য সুমাইয়াকে ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে রুমের দরজা ভেঙে প্রবেশ করে দেখতে পান সে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাধবপুর উপজেলা আ.লীগের নেতা গ্রেপ্তার  
চট্টগ্রামের টেস্ট: প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ, তাইজুলের ফাইফার
যশোরে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
আখাউড়ায় কৃষি ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে উপহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা