ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে তামিমের বরিশাল

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৯

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

১৯ জানুয়ারি পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরের। ঢাকার পর সিলেট ঘুরে বিপিএলের দশম আসর এখন পুনরায় ঢাকায় চলে এসেছে। তবে বিপিএলে আজ শেষ হচ্ছে ঢাকাপর্বের দ্বিতীয় ধাপের খেলা। ঢাকাপর্বের দ্বিতীয় ধাপের শেষ খেলায় মুখোমুখি হচ্ছে দুর্দান্ত ঢাকা ও তামিমের ফরচুন বরিশাল। 

টানা সাত হারের সঙ্গী দুর্দান্ত ঢাকা জয় পেতে মরিয়া। এবার সেই লক্ষ্য নিয়ে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে দলটি। এই ম্যাচেও ঢাকার নেতৃত্বে রয়েছেন তাসকিন আহমেদ। অন্যদিকে টেবিলের পাঁচে ধুকতে থাকা বরিশালের লক্ষ্য জয় দিয়ে ওপরের দিকে উঠে আসা। এমন পরিসংখ্যানের ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবাল বাহিনী।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় মূল ম্যাচের আগে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসের জন্য মাঠে নামেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ও দুর্দান্ত ঢাকার তাসকিন আহমেদ। টসে জিতে তামিম প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। এই ম্যাচে দুটি পরিবর্তন এনেছে বরিশাল।

৭ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে ফরচুন বরিশাল। অন্যদিকে ৮ ম্যাচের মাত্র একটি জিতে সবার নিচে দুর্দান্ত ঢাকা।

ফরচুন বরিশালের একাদশ
 
তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, শোয়েব মালিক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, আকিফ জাভেদ, তাইজুল ইসলাম ও ওবেদ ম্যাককয়।
 
দুর্দান্ত ঢাকার একাদশ
 
চতুরাঙ্গা ডি সিলভা, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, অ্যালেক্স রস, সাব্বির হোসেন, এস এম মেহেরব, তাহজিবুল ইসলাম, তাসকিন আহমেদ (অধিনায়ক), লাহিরু সামারাকুন, আরাফাত সানি ও শরিফুল ইসলাম।

(ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)