দখল ও দূষণে হারিয়ে যাচ্ছে ফেনীর দত্ত খাল

মোকাররম হোসেন পিয়াস, দাগনভূঞা (ফেনী)
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৫
অ- অ+

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর বাজার সংলগ্ন দত্তের খালটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় আশপাশের ময়লা আবর্জনা ফেলে দখল-দূষণে বর্তমানে অনেকটা অস্তিত্ব হারাতে বসেছে। খালটিতে হাট-বাজারের পলিথিন, বিস্কুট ও চিপসের প্যাকেটসহ অপচনশীল প্লাস্টিক বর্জ্য নিয়মিত ফেলা হচ্ছে।

রাজাপুর বাজারের কোথাও ডাস্টবিন না থাকায় খালের ওপর নির্মিত ব্রিজের উত্তর পাশে কসাইখানায় জবাইকৃত গরুর বর্জ্য সরাসরি পানিতে, কোথাও খালের পাড়ে ফেলা হচ্ছে। এইসব আবর্জনা পচে দুর্গন্ধে আশপাশের পরিবেশ দূর্ষিত হচ্ছে। জবাই খানার পাশেই রয়েছে রাজাপুর ইসলামিয়া আলিম মাদরাসা ও একটি মসজিদ। এইসব আবর্জনা দুর্গন্ধে দুর্ভোগ পোহাতে হচ্ছে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিদের।

এ বিষয়ে বারবার প্রতিবাদ করেও কোন প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগীরা।

অপরদিকে একটি অসাধু চক্র এ দত্তের খালটি বন্দোবস্ত নিয়ে দখলের পাঁয়তারা চালালে স্থানীয় ভূমি অফিস বন্দোবস্তি বাতিলের জন্য মামলা করে।

জানা যায়, দত্তের খালটির পাশেই রয়েছে রাজাপুর বাজার, রাজাপুর ইসলামিয়া আলিম মাদরাসা, রাজাপুর ভূমি অফিস ও রাজাপুর ইউপির অস্থায়ী কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা ও বসতবাড়ি। খালটির উত্তর পাশ দিয়ে বয়ে যায় ছোট ফেনী নদী। রাজাপুর বাজার সপ্তাহে রবিবার ও বুধবার দুই দিন হাট বসে। বাজারটিতে কয়েকশ দোকান রয়েছে এবং আশপাশের হাজার হাজার ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে। এছাড়াও বাজারটির উপর দিয়ে বয়ে গেছে ফেনী-দরবেশ হাট-সোনাইমুড়ি আন্তঃমহাসড়ক।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, দাগনভূঞা উপজেলায় রাজাপুর বাজারটি একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারে কৌশুল্য, সিন্দুরপুর, অলাতলী, কোরাইশমুন্সী, গজারিয়া, রামচন্দ্রপুর, বিরলী ও রতনপুরসহ আশপাশের মানুষ ক্রয়-বিক্রয়সহ প্রয়োজনীয় এই কাজে আসেন। এই বাজারে প্রতিদিনকার আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য ফেলার জন্য নেই নির্ধারিত কোনো ডাস্টবিন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম। তাই যার যার ইচ্ছেমতো যত্রতত্র খালে ফেলছে উচ্ছিষ্ট ময়লা-আবর্জনা। পচনশীল এসব ময়লার দুর্গন্ধে দূষিত হচ্ছে আশপাশের বাতাস। দুর্গন্ধে বিপাকে পড়তে হয় বাজারে আগত ক্রেতা ও ব্যবসায়ীকে। অপচনশীল প্লাস্টিক বর্জ্য বৃষ্টি ও বর্ষার পানির সঙ্গে নেমে যাচ্ছে খাল ও নদীতে। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা দত্তের খালটি রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বাজারে একটি ডাস্টবিন ও শৌচাগার নির্মাণের দাবি জানান।

বাজারে আগত ক্রেতা সত্যপুর গ্রামের কামরুল হোসেন জানান, রাজাপুর বাজারের পাশে খেলার মাঠের দক্ষিণ-পশ্চিম কোনের খালের পাশে কসাইখানায় জবাইকৃত গরুর বর্জ্য ফেলায় দুর্গন্ধ ছড়াচ্ছে।

স্থানীয় বাজারের ব্যবসায়ীরা বলেন, এখানে ডাস্টবিন স্থাপন না করায় তাঁরা যত্রতত্র ময়লা ফেলছেন। তবে বিশেষ করে বাজারে খেলার মাঠের দক্ষিণ-পশ্চিম কোনে ময়লার দুর্গন্ধে নিজেদেরই দোকানে থাকতে সমস্যা হয়। পথচারীদের সমস্যা তো হয়ই, দোকানে কাস্টমারও আসে না।

বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল মতিন স্বপন বলেন, রাজাপুর বাজারের ব্যবসায়ীরা খুবই অসচেতন, অনেক বার বলার পরও তারা দত্তের খালটিতে ময়লা ফেলছে।

স্থানীয় বাসিন্দা মুক্তিযোদ্ধা আবুল কালাম পাটোয়ারী ক্ষোভের সাথে বলেন, কেউ কারো কথা শুনছে না। ফেনীর দত্ত খালে যে যার মত করে ময়লা-আবর্জনা ফেলছে। দিন দিন এই খালটি ছোট হয়ে আসছে। যা পরিবেশের জন্য হুমকি।

রাজাপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম জানান, ময়লা ফেলার নির্দিষ্ট কোন জায়গা না থাকায় বাজারের দোকানদাররা যত্রতত্র ময়লা ফেলছে। অন্যদিকে দত্তের খালটি একেবারে বাজারের পাশে হওয়ায় সবাই ময়লা-আবর্জনা খালের মধ্যে ফেলছে। এতে করে খালটি দিনদিন অস্তিত্ব হারাচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে।

রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন মামুন জানান, দত্তের খালটি একটি মহল নিজেদের মৎস্যচাষি সাজিয়ে বন্দোবস্ত নিয়ে জবর দখলের পাঁয়তারা করছে এবং ময়লা-আবর্জনা ফেলে ভরাট করছে। এতে খালটি অস্তিত্ব হারাচ্ছে এবং আশপাশের পরিবেশ দূষণ করছে। দত্তের খালটি ও বাজারের পরিবেশ রক্ষায় পরিষদের বৈঠকে সকলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও জানান।

দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন ঢাকা টাইমসকে জানান, যারা বন্দোবস্ত নিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমানে মামলাটি চলমান রয়েছে।

(ঢাকা টাইমস/১২ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ায় সেগুন বাগান থেকে ভ্যানচালকের থেতলানো লাশ উদ্ধার
ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে আজ
ঢালিউডের ‘মহানায়ক’ মান্নাকে হারানোর ১৭ বছর
মানুষের কিছু ভুলে বাড়ছে অগ্ন্যাশয়ের ক্যানসার! জানুন, সাবধান হোন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা