ব্র্যাক ব্যাংকে আকর্ষণীয় বেতনে তরুণ কর্মীদের চাকরির সুযোগ

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৫

ঢাকা টাইমস ডেস্ক

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতে পরিচালিত ব্র্যাক ব্যাংক লিমিটেড। ইয়াং লিডারস প্রোগ্রামের আওতায় ব্যাংকটি আকর্ষণীয় বেতনে তরুণ কর্মীদের নিয়োগ দেবে।

এই চাকরির পদসংখ্যা অনির্র্ধারিত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটে ঢুকে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

এ চাকরির জন্য কর্মীদের মাসিক বেতন ৭০ হাজার টাকা। এছাড়া সফলভাবে উন্নয়ন প্রোগ্রাম শেষে ইয়াং লিডাররা প্রিন্সিপাল অফিসার হিসেবে পদোন্নতি পাবেন।

আবেদনের যোগ্যতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। বিশ্লেষণী দক্ষতা ও সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। এছাড়া প্রযুক্তিবিষয়ক জ্ঞান থাকতে হবে।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এজে)