কাঠ ও টিনের চালায় সেজেছে স্টল, ছবি তোলার হিড়িক
প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫২

‘অমর একুশে বইমেলা-২০২৪’ এ আকাশ পাবলিকেশনের স্টল সেজেছে কাঠ ও টিনের তৈরি ঘরে। নান্দনিক সাজে সাজানো এ স্টলের সৌন্দর্যে মেতেছে মেলায় আগত দর্শনার্থীরা। ‘আকাশ’ কেন্দ্র করে দর্শনার্থীদের একটি অংশ নেমেছে ছবি তোলার প্রতিযোগিতায়।
সরেজমিনে, আকাশের স্টলে তথা ঘরে ঢুকতেই দেখা গেল প্রকাশনা প্রতিষ্ঠানটির বিভিন্ন বই সাজানো আছে। তবে, বইয়ের চেয়ে দর্শনার্থীদের ছবি তোলায় মনোযোগ বেশি। ঘরের ভেতরে একটি পোস্টারে লেখা– ‘ছবি তুলুন; বই ক্রয় করে আমাদের উৎসাহিত করুন’।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আলী আজগর সৌমিককে দেখা গেল ছবি তোলায় ব্যস্ত। কথায় কথায় তিনি ঢাকা টাইমসকে জানালেন, বন্ধুদের সঙ্গে বইমেলায় এসেছেন। মেলায় এরকম ঘর আগে দেখেননি জানিয়ে তিনি বলেন, ‘হঠাৎ দেখলাম কাঠের ঘরের কাঠামোয় একটি স্টল। স্টলের ভেতরে এসে ছবি তুলেছি। বইও দেখেছি। কাঠের ঘরটি দেখে ভালো লাগলো।’
আরেক দর্শনার্থী মোহাম্মদ নাঈম চাকরি করেন বসুন্ধরা সিটি শপিং মলে। তিনি ঢাকা টাইমস বলেন, মূলত ঘুরতে এসেছি। বই পছন্দ হলে কিনবো। এদিক দিয়ে যাচ্ছিলাম; হঠাৎ চোখে এই স্টলটি পড়লো। এরপর প্রবেশ করলাম। একটা বই পড়তেছিলাম। জায়গাটা সুন্দর। আমরা এখানে ছবি তুলেছি।
এদিকে দর্শনার্থীদের চাপ সামলাতে বেশ তৎপর দেখা গেল বিক্রয়কর্মীদের। তারা জানালেন, বেশিরভাগ দর্শনার্থীরাই ছবি তুলে চলে যাচ্ছেন।
আকাশ পাবলিকেশন বিক্রয়কর্মী তাপসি আক্তার ঢাকা টাইমসকে বলেন, ‘সবাই আমাদের স্টলে আসছেন। বেশিভাগ দর্শনার্থী ছবি তুলে চলে যাচ্ছেন। আমাদের ইতিহাসভিত্তিক বই বেশি। যাদের ইতিহাসে আগ্রহ আছে তারা বই কিনছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার ওপরও বই আছে আমাদের।’
মো. শফিকুল ভূঁইয়া নামের আরেক বিক্রয়কর্মী ঢাকা টাইমসকে বলেন, বাংলাদেশের মুন্সিগঞ্জ-বিক্রমপুর অঞ্চলে এ ধরণের ঘর দেখা যায়। সেরকমই একটি ঘরে আমরা স্টল সাজিয়েছি। তবে, মানুষ বই কেনার চেয়ে এখানে এসে ছবি তোলে বেশি।
গতবছর কুঁড়েঘরের আদলে স্টল সাজিয়েছিল আকাশ পাবলিকেশন। আগামী বছর ভিন্ন কোনো অবকাঠামোয় স্টল সাজানো হবে বলে জানালেন সংশ্লিষ্টরা।
(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এসকে/এসআইএস)