ফিল্ম ক্লাবের নির্বাচন: এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪০ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন। দুপুর আড়াইটায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। একটি হলো সামসুল আলম-মো. ইকবাল হোসেন জয় প্যানেল এবং অন্যটি কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু-আতিকুর রহমান নাদিম প্যানেল। ফিল্ম ক্লাবের সদস্যরা ভোটের মাধ্যমে এক বছরের জন্য তাদের নেতা নির্বাচন করবেন।

এবারের নির্বাচনের সভাপতি পদপ্রার্থী প্রযোজক-নেতা সামসুল আলম দাবি করেছেন, ‘আমার আমলেই ফিল্ম ক্লাবের সাফল্য বেশি। কারণ, ক্লাবের সুন্দর একটি মনোরম পরিবেশ থেকে শুরু করে সদস্যদের স্বার্থ রক্ষার সব কাজ করেছি।’ তার প্রতিশ্রুতি, ‘এবার নির্বাচিত হলে ক্লাবটিকে আরও সুন্দর করে সাজাব।’

আরেক সভাপতি পদপ্রার্থী কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু বলেন, ‘আমাদের প্যানেল নির্বাচিত করলে ক্লাবের উন্নয়নে কাজ করব। বিগত কমিটিতে দায়িত্ব পালন করেছি সততা ও নিষ্ঠার সঙ্গে। সুযোগ পেলে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এলএম/এজে)