মোংলা বন্দরে যুক্ত হলো দুটি শক্তিশালী টাগবোট

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৮
অ- অ+

বাগেরহাটের মোংলা বন্দরে উচ্চ ক্ষমতা সম্পন্ন এম.টি নীল কমল এম.টি জয়মনি নামে দুটি টাগবোট যুক্ত করা হয়েছে। টাগবোট দুটি বন্দরে আগত বাণিজ্যিক জাহাজকে দ্রুত নিরাপদে জেটিতে ভেড়াতে কাজ করবে।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বন্দর ভবনে বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে টাগবোট দুটির উদ্বোধন করেন।

বন্দর সূত্রে জানা যায়, নতুন টাগবোট দুটি যুক্ত হওয়ায় বন্দরে টাগবোটের সংখ্যা দাঁড়াল ছয়টি। টাগবোট দুটিতে ৭০ বোলার্ড পুলের পাওয়ার রয়েছে, যা বন্দরের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন টাগবোট। এর আগে মোংলা বন্দরে চারটি টাগবোট ছিল। এগুলোর সর্বোচ্চ ক্ষমতা ছিল ৪০ বোলার্ড পুল। হংকং-এর চিও লি শিপইয়ার্ডে নির্মিত টাগবোট দুটি ১৭৪ কোটি টাকায় ক্রয় করা হয়েছে। ৩০ জানুয়ারি টাগবোট দুটি চিও লি শিপইয়ার্ড থেকে ছেড়ে এসে ১৪ ফেব্রুয়ারি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, নতুন টাগবোট দুটি বন্দরে আগত বড় আকারের বাণিজ্যিক জাহাজগুলোকে দ্রুত নিরাপদভাবে বন্দর জেটিতে ভেড়াতে কাজ করবে। এর ফলে বন্দরের সার্বিকভাবে জাহাজ হ্যান্ডলিং আরও সহজ হবে। এর মাধ্যমে মোংলা বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি পেল বলে জানান তিনি।

অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান, পরিচালক (প্রশাসন) শাহীনুর রহমান, প্রধান অর্থ হিসাবরক্ষন কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, সচিব কালাচাঁদ সিংহ, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ খান, বোর্ড জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাকরুজ্জামানসহ বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের শিক্ষাখাত: অতীত-বর্তমান ও ভবিষ্যত ভাবনায় বিএনপি
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা