পিকনিক থেকে ফেরার পথে বান্দরবানে বাস উল্টে আহত ৩২

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

পিকনিক থেকে ফেরার পথে বান্দরবানে বাস উল্টে ৩২ পর্যটক আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় বান্দরবান সদরের রেইসা চেকপোস্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি চট্টগ্রাম থেকে ৫৫জন পর্যটক নিয়ে বান্দরবান গিয়েছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে নিয়ে আসা হয়।

আহতরা হলেন- উম্মে হানী (২৮), জিয়াবুন নাহার (৪৫), মৌসুমী আক্তার (২৮), নকি (৩), আরোয়া(৫), আবিরা(৪), মুন্না (২৬), তাজিন (৫), ওমর ফারুক (২৯), জান্নাতুল ফেরদৌস (৪০), ইমন (২৫), তাহেরা (৫২), মঈনুদ্দিন (৩৬) ও তাসলিমা আক্তার (৩৮)। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সকলেই  চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের বাসিন্দা বলে জানা গেছে। 

বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সহকারী সিভিল সার্জন ডা. নয়ন সালাউদ্দীন জানান, গুরুতর আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বান্দরবান সদর হাসপাতালে আহতদের দেখতে যান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন ও পৌর মেয়র মোহাম্মদ সামসুল ইসলাম।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)