সিলেটের বিপক্ষে দুপুরে মাঠে নামছে তামিমের বরিশাল

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪১

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

অন্যদিনের মতো বিপিএলের চট্টগ্রাম পর্বে আজও অনুষ্ঠিত হবে দুইটি ম্যাচ। যেখানে দিনের প্রথম খেলায় সিলেটের মুখোমুখি হবে তামিমের পরচুন বরিশাল। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

এবারের আসরে মেহেদী মিরাজ, তামিম ইকবাল, মুশফিকদের নিয়ে ভালো অবস্থানে রয়েছে  ফরচুন বরিশাল। নিজেদের খেলা শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় আর দুটিতে হার আছে তাদের। এখন পর্যন্ত ৯ ম্যাচে ৫ জয় আর ৪ হারে পয়েন্ট টেবিলের তিনে আছে তারা। আজকের ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে এগিয়ে থাকতে চায় তারা।

অন্যদিকে সময়টা একদমই ভালো যাচ্ছে না গত আসরের রানারআপ সিলেট স্ট্রাইকার্সের। টানা পাঁচ হারে লড়াই থেকে ছিটকে যাওয়া সিলেট স্ট্রাইকার্স ঘুরে দাঁড়িয়েছে শেষদিকে এসে।টানা দুই জয়ে প্লে অফের আশা টিকে রয়েছে তাদের।৯ ম্যাচ খেলে জয় পেয়েছে ৩ টিতে। তাই ৪ চার পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের ষষ্ঠ স্থানে। টানা দুই ম্যাচে পাওয়া জয় আজকের ম্যাচে বড় অনুপ্রেরণা দেবে তাদের।

(ঢাকাটাইমস/১৭ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)