শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে নৌকায় চেপে এলো গুলিবিদ্ধ রোহিঙ্গা নারী

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪২ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৫

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস

মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বাহিনী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক রোহিঙ্গা নারীসহ নৌকায় চেপে বাংলাদেশে ঢুকেছে পাঁচজন। 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিতে পৌঁছেন।

শাহপরীর দ্বীপের স্থানীয় বাসিন্দা মো. মাসুদ মির্জা বলেন, বিকালে মিয়ানমারের দিক থেকে একটি নৌকা শাহপরীরদ্বীপ জেটিতে পৌঁছে। সেখানে নৌকার মাঝিসহ পাঁচজন লোক ছিল। এদের মধ্যে গুলিবিদ্ধ এক নারী ছিলেন। শুনেছি তারা চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন।

শাহপরীরদ্বীপ জেটিতে মাছ ধরতে যাওয়া স্থানীয় যুবক রুবেল বলেন, আমরা জেটিতে বড়শি দিয়ে মাছ ধরছিলাম। এমন সময় একটি নৌকা জেটিতে পৌঁছে। সেখানে একজনকে শুয়ে থাকতে দেখেছি। শুনেছি তিনি গুলিবিদ্ধ রোহিঙ্গা নারী। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে নৌকাটি ঘিরে রাখে। তবে বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 (ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)