রঙতুলির বর্ণিল সাজে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার

ফেনী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৫
অ- অ+

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে প্রস্তুত করা হয়েছে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার। ধোয়া মোছা শেষে চলছে আল্পনার কাজ। রঙতুলির আঁচড়ে সেজেছে বর্ণিল সাজে।

জানা যায়, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন নানান উদ্যোগ গ্রহণ করেছে। ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে ২১ শের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। সে লক্ষ্যে শহীদ মিনারকে বর্ণিলভাবে সাজানো হচ্ছে। যা বাস্তবায়নে রয়ছেন ফেনী পৌরসভা।

কারুশিল্পীরা জানান, ১৫ ফেব্রুয়ারি থেকে তারা আলপনার কাজ শুরু করেছেন। বুধবারের মধ্যে তাদের কাজ শেষ হবে। কারুকার্যে ১২-১৫জন শিল্পী কাজ করছেন।

আর্ট শিল্পী গোপাল দাস জানান, বিগত কয়েক বছর যাবত আমরা ফেনী পৌরসভার তত্ত্বাবধানে শহীদ মিনারে কারুকার্য করি। অন্য জায়গার চেয়ে শহীদ মিনারে কাজ করতে ভালো লাগে। আমাদের কাজ শেষের দিকে।

ফেনী হার্ডওয়্যার পেইন্টস অ্যান্ড সেনেটারি ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক শাহাদাত হোসেন পাঠান জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদ সালামের জন্মস্থান ফেনী রঙের তুলিতে সেজেছে নতুন করে।

পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি বলেন, প্রতি বছরই পৌরসভা শহীদ মিনারকে বর্ণিল সাজে রাঙিয়ে তোলে। এ বছরও তার ব্যতিক্রম নয়, ভাষা শহীদদের শ্রদ্ধার জন্য প্রস্তুত করা হয়েছে শহীদ মিনার।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুদিনের কর্মসূচি শুরু আজ: দাবি আদায়ে সরকারকে চাপ প্রয়োগসহ বিশ্বে তিস্তার দুঃখ তুলে ধরা হবে
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের দিলেন বৈষম্যবিরোধীরা
বাণিজ্য বাধা কমিয়ে আনতে সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধিতে জোর পররাষ্ট্র উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা