বাঁচা-মরার ম্যাচে খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৮

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

আজ পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরের চট্টগ্রাম পর্বের খেলা। যেখানে দিনের প্রথম ম্যাচে অঘোষিত ফাইনালে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। এই ম্যাচে চট্টগ্রাম জয় পেলে শেষ চার নিশ্চিত হবে দলটির। আর এক ম্যাচ হাতে রেখেও বাদ পড়বে খুলনা। আর খুলনা জয় পেলে শেষ চারের পথে বেশ এগিয়ে যাবে দলটি।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিপিএলের ৩৯তম ম্যাচে টসের জন্য মাঠে নামেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম ও খুলনার এনামুল হক বিজয়। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শুভাগত। প্রথম পর্বে এটিই দলটির শেষ ম্যাচ।

খুলনা টাইগার্স একাদশ

এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, পারভেজ হোসেন ইমন, শাই হোপ (ডাব্লু), আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, জেসন হোল্ডার, ওয়েইন পার্নেল, মুকিদুল ইসলাম, আরিফ আহমেদ ও নাসুম আহমেদ।
 
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ

মোহাম্মদ ওয়াসিম, তানজিদ হাসান, সৈকত আলী, টম ব্রুস, রোমারিও শেফার্ড, শুভাগত হোম (অধিনায়ক), শাহাদাত হোসেন, শহিদুল ইসলাম, নিহাদুজ্জামান, সালাউদ্দিন সাকিল ও বিলাল খান।

(ঢাকাটাইমস/২০ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)