জেল থেকে মেয়েকে লেখা ভাষা মতিনের অপ্রকাশিত চিঠি

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৪ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

ভাষা সৈনিক আব্দুল মতিন। বায়ান্নর ভাষা আন্দোলনের এই অগ্রনায়ক ভাষা মতিন নামে অভিহিত, সর্বজন পরিচিত। খেটেছেন জেলও। জেল থেকে বড় মেয়ে মাতিয়া বানু শুকুকে লিখেছিলেন চিঠি। সেদিনের ছোট্ট সেই মেয়েটি এখন নাট্যনির্মাতা। ঢাকা টাইমসের পাঠকদের জন্য তুলে ধরা হলো ভাষা মতিনের সেই অপ্রকাশিত চিঠি। 

কোকোমনি,
আম্মামনি, মা মনি আমার, লক্ষ্মী মনি আমার, তোমার সুন্দর চিঠি পেলাম। তুমি কি সুন্দর ফুল এঁকেছ। তোমার হাতের লেখা এখন কত সুন্দর হয়েছে। আমার লেখা তো ভালো না।
শুভমনি কি কথা বলে, তা তো লেখনি। খালি লিখেছ সে আব্বা বলতে পারে। আম্মা বলতে পারে না ?
তুমি বাইরে যাও না শুনে খুশী হলাম।
আম্মা আমি ভালো আছি। মাম্মাকে ও শুভকে চুমু দিও। তোমাকেও দিলাম 
লাল সালামও দিলাম।
তোমার আব্বা

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এফএ)