নারায়ণগঞ্জে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২১
অ- অ+

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় একটি বাড়িতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। পরে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে দুটি দেশীয় তৈরি রিভলবারসহ করিম মিয়া (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। জব্দ করা হয়েছে অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম।

বুধবার সন্ধ্যায় নগরীর পাইকপাড়া কাদেরিয়া নগর সামিয়া আরা মায়ার বাড়িতে অভিযান চালানো হয়।

গ্রেপ্তার করিম মিয়া (৫০) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের নলুয়াপাড়া এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাসাবাড়িতে কারখানা গড়ে তোলে দেশীয় অস্ত্র তৈরি করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে কারখানাটি শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সময় করিম নামে এক অস্ত্র কারিগরকে গ্রেপ্তার করা হয়। সময় ২টি দেশীয় তৈরি রিভলভার ওয়ান শুটারগানের একটি পাইপসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, করিমের বাড়ি চাঁদপুর। ৯০ দশকে তিনি নারায়ণগঞ্জে আসেন। বর্তমানে নলুয়াপাড়া থাকেন। পাইকপাড়া তার বোনের বাড়িতে এই আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা পরিচালনা করেন। তিনি পেশায় একজন কবুতর ব্যবসায়ী। কবুতর ব্যবসার আড়ালে করিম দীর্ঘদিন যাবৎ দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করে আসছেন। ক্রেতার চাহিদা অনুযায়ী এসব আগ্নেয়াস্ত্র তৈরি করে সরবরাহ করতেন তিনি।

ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
ইলন মাস্কের স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করল বিটিআরসি
গরমে অতিষ্ঠ? এখনই কিন্তু ওজন কমানোর মোক্ষম সময়! জানুন উপায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা