ফাল্গুনের বিকালে রাজধানীতে ঝুম বৃষ্টি
প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৩
বাংলা বর্ষপঞ্জিকার হিসাবে ফাল্গুনের প্রথমার্ধ চলছে। মাঘের শীত শেষে গত কয়েকদিন ধরেই রাজধানীতে একটু গরম পড়েছিল। তবে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে অচমকা ঝুমবৃষ্টি এসে শীতল করে দিয়ে গেল রাজধানীবাসীকে। অল্প সময়ের মধ্যেই এ দিন ঢাকায় প্রায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. ওমর ফারুক।
বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়াসহ তিন দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে তা চলবে শনিবার পর্যন্ত। বৃহস্পতিবার সকাল ৯টায় পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার রংপুর রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। চট্টগ্রাম বিভাগের রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দেশের অন্যত্র তাপমাত্রা সামান্য কমতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবারও চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মতে, শনিবারও দেশের কোথাও কোথাও বৃষ্টি ঝরতে পারে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, এখন বৃষ্টি হচ্ছে মূলত পশ্চিমা লঘুচাপের কারণে। বুধবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি স্থানে বৃষ্টি হয়। এর মধ্যে হাতিয়ায় ২৩ মিলিমিটার, বরিশালে ১৫, হিজলায় ১৪, চাঁদপুরে ৭, কুড়িগ্রামের রাজারহাট এবং ভোলায় ৩ মিলিমিটার করে বৃষ্টি হয়।
(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএম/কেএম)