চাঁদপুরে তিন গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ, যুবক নিহত
প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫২ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৫
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় তিন গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের আঘাতে ইমন হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাতে উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের জনতা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত যুবক লোধপাড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে। সে পেশায় একজন বার্নিশ মিস্ত্রী।
নিহতের চাচা আব্দুল হান্নান বলেন, জনতা বাজারে মারামারি হয়েছে। মারামারির পর ইমন সেখানে আহত অবস্থায় অজ্ঞান হয়ে পড়েছিল। আমরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের জেঠাতো ভাই নাঈম ইসলাম জানান, বাজারের কাছে দুই গ্রুপের সংঘর্ষের সময় ইমন থামাতে গেলে সে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয়।
হাসপাতালে আসা কয়েকজন জানান, বৃহস্পতিবার ওই এলাকার রাজারগাঁও গ্রাম, সাকছিপাড়া ও নোহাটা গ্রামসহ তিন গ্রামের মানুষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। বৃহস্পতিবারের ওই ঘটনায় দুটি গ্রামের লোকজন অপর গ্রামের লোকজনকে মারধর করেন। এ ঘটনার জের ধরে মার খাওয়া গ্রামের লোকজন জনতা বাজারে গিয়ে মারামারির ঘটনা ঘটান। এই সময় ইমন হোসেন মারামারি থামাতে গেলে হামলাকারীরা তাকে আঘাত করে রক্তাক্ত জখম করে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ জানান, মারামারির ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত করা হচ্ছে। স্বজনরা হাসপাতালে মরদেহের সঙ্গে আছে। অভিযোগে পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)